পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৮২
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৮২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
হে আবুল ফযল! তোমাকে কি সুসংবাদ দেব না? নিশ্চয়ই আল্লাহ্ আমার মাধ্যমে এ কর্ম উন্মোচন করেছেন এবং তা তোমার সন্তান দ্বারা সমাপ্ত করবেন।হাদীসটি জাল।হাদীসটি আবূ নু’য়াইম “হিলইয়্যাহ” গ্রন্থে (১/১৩৫) লাহিয ইবনু জা’ফার আত-তাইমী সূত্রে...বর্ণনা করেছেন।আমি (আলবানী) বলছিঃ লাহিয মিথ্যার দোষে দোষী ব্যক্তি। তার সম্পর্কে ইবনু আদী বলেনঃতিনি বাগদাদী মজহূল। তিনি নির্ভরশীলদের উদ্ধৃতিতে মুনকার হাদিস বর্ণনা করতেন।অতঃপর আলী (রাঃ) এর ফযীলত বর্ণনায় তার একটি হাদীস উল্লেখ করে বলেনঃ (আরবী) ‘এ হাদীসটি বাতিল।’যাহাবী বলেনঃ আল্লাহ্র কসম এটি সর্বাপেক্ষা বড় জাল হাদীস। (আল্লাহ্র আভিশাপ সেই ব্যক্তিকে যে আলী (রাঃ) কে মুহাব্বাত করে না।