পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৩১
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৩১
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
দুনিয়া হচ্ছে মু’মিন ব্যক্তির এক পদক্ষেপ।হাদীসটির কোন ভিত্তি নেই।হাদীসটি সম্পর্কে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা “আল-ফাতাওয়া” গ্রন্থে (১/১৯৬) বলেনঃএটি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে, এছাড়া উম্মাতের সালাফ (সাহাবী ও তাবে’ঈ) এমনকি ইমামগণ হতেও জানা যায় না। হাদীসটি সুয়ূতী “যায়লুল আহাদীছিল মাওযূ’আহ” গ্রন্থে (১১৮৭ নং) উল্লেখ করেছেন।