পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ১২
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ১২
" أوحى الله إلى الدنيا: أن اخدمي من خدمني، وأتعبي من خدمك ".موضوع.
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আল্লাহর দুনিয়ার নিকট অহী মারফত বলেছেন যে, তুমি খেদমত কর ঐ বাক্তির যে আমার খেদমত করে আর কষ্ট দাও ঐ বাক্তিকে যে তোমার খেদমত করে।হাদীসটি জাল।হাদীসটি খাতীব বাগদাদী “তারিখ বাগদাদ” গ্রন্থে (৮/৪৪) ও হাকিম “মা’রিফাতু উলূমিল হাদীস” গ্রন্থে (পৃঃ ১০১) বিভিন্ন সুত্রে হুসাইন বিন দাউদ হতে, তিনি ফু্যায়েল ইবনু আয়ায হতে,...আব্দুল্লাহ ইবনু মাস’উদ হতে মারফূ হিসাবে বর্ণনা করেছেন। আল-খাতীব বলেনঃ হুসাইন ফুযায়েল হতে এককভাবে বর্ণনা করেছেন। হাদীসটি বানোয়াট। হুসাইন ইবনু দাউদ বাদে হাদীসটীর সকল বর্ণনাকারী নিরভরশীল। কারণ তিনি ইয়াযীদ ইবনু হারুন সুত্রে হুমায়েদ এর মাধ্যমে আনাস (রাঃ) হতে একটি কপি বর্ণনা করেছেন, যার অধিকাংশই বানোয়াট।