৪৪৫.
অনুচ্ছেদঃ হাতে চুমা দেয়া।
আদাবুল মুফরাদ : ৯৮৩
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯৮৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُدْعَانَ، قَالَ ثَابِتٌ لِأَنَسٍ: أَمَسَسْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِكَ؟ قَالَ: نَعَمْ، فَقَبَّلَهَا---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوف
ইবনে জুদআন (র) হতে বর্ণিতঃ
সাবিত (র) আনাস (রাঃ)-কে বলেন, আপনি কি নবী (সাঃ)-কে নিজ হাতে স্পর্শ করেছেন? তিনি বলেন, হাঁ। তখন তিনি তার হাতে চুমা দিলেন।