৪২১.
অনুচ্ছেদঃ হাঁচিদাতা প্রথমে কি বলবে?
আদাবুল মুফরাদ : ৯৪১
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯৪১
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا عَطَسَ فَقِيلَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَقَالَ: «يَرْحَمُنَا اللَّهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ»
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি হাঁচি দিলে তার জবাবে যখন বলা হতো,ইয়ারহামুকাল্লাহ, তখন তিনি প্রত্যুত্তরে বলতেন, “আল্লাহ আমাকে ও তোমাদেরকে দয়া করুন এবং আমাকে ও তোমাদেরকে ক্ষমা করুন”। (হাকিম, বাযযার)