৪১২.
অনুচ্ছেদঃ শুভ লক্ষণ।
আদাবুল মুফরাদ : ৯২১
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯২১
حَدَّثَنَا مُسْلِمٌ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ، الْكَلِمَةُ الْحَسَنَةُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাঃ) বলেনঃ রোগ সংক্রমণ বলতে কিছু নেই বা অশুভলক্ষণেরও কোন বাস্তবতা নেই। আর শুভ ফাল অর্থাৎ (অদৃশ্য থেকে শ্রুত) উৎকৃষ্ট কথা আমার পছন্দনীয়। -(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ)