১৪৬.
অনুচ্ছেদঃ অভিশাপকারী।
আদাবুল মুফরাদ : ৩১৮
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৩১৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ حُذَيْفَةَ قَالَ: مَا تَلَاعَنَ قَوْمٌ قَطُّ إِلَّا حُقَّ عَلَيْهِمُ اللَّعْنَةُ
হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
কোন সম্প্রদায় পরস্পরের প্রতি অভিসম্পাত করলে তাদের জন্য অভিশাপ অবধারিত হয়ে যায়।