৬২৮.
অনুচ্ছেদঃ কবুতর যবেহ করা।
আদাবুল মুফরাদ : ১৩১৪
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১৩১৪
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ، عَنِ الْحَسَنِ قَالَ: سَمِعْتُ عُثْمَانَ يَأْمُرُ فِي خُطْبَتِهِ بِقَتْلِ الْكِلَابِ، وَذَبْحِ الْحَمَامِ---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا منقطع
হাসান (র) হতে বর্ণিতঃ
আমি উসমান (রাঃ)-কে তাঁর ভাষণে কুকুর নিধনের এবং কবুতর যবেহ করার নির্দেশ দিতে শুনেছি। (মুসান্নাফ আবদুর রাযযাক)