৫৫৩.
অনুচ্ছেদঃ সোফা জাতীয় গদিতে বসা।
আদাবুল মুফরাদ : ১১৭৬
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৭৬
حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ دِهْقَانَ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى سَرِيرِ عَرُوسٍ، عَلَيْهِ ثِيَابٌ حُمْرُ---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا
মূসা ইবনে দিহকান (র) হতে বর্ণিতঃ
আমি ইবনে উমার (রাঃ)-কে লাল রং-এর কাপড় পরিহিত অবস্থায় বাসর রাতের খাটের উপর বসা দেখেছি। -(তাহাবী)