৫৫৩.
অনুচ্ছেদঃ সোফা জাতীয় গদিতে বসা।
আদাবুল মুফরাদ : ১১৭১
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৭১
حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: جَلَسْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى سَرِيرٍ
আবুল আলিয়া (র) হতে বর্ণিতঃ
আমি ইবনে আব্বাস (রাঃ)-র সাথে গদিতে বসেছি।