৫২৯.
অনুচ্ছেদঃ চিঠির সূচনায় যা লিখবে।
আদাবুল মুফরাদ : ১১৩৫
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৩৫
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ: كَتَبْتُ لِابْنِ عُمَرَ، فَقَالَ: اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ: إِلَى فُلَانٍ
আনাস ইবনে সীরীন (র) হতে বর্ণিতঃ
আমি ইবনে উমার (রাঃ)-র চিঠি লিখে দিতাম। তিনিবলেন, তুমি লিখোঃ বিসমিল্লাহির রহমানির রাহীম, অতঃপর অমুককে।