৪৭৫.
অনুচ্ছেদঃ কিভাবে সালামের উত্তর দিবে?
আদাবুল মুফরাদ : ১০৪৪
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৪৪
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَتْ قَيْلَةُ: قَالَ رَجُلٌ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ»
কাইলা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেনঃ ওয়া আলাইকাস সালামু ওয়া রহমাতুল্লাহ। (ইবনে মানদা