অনুচ্ছেদ-১২১
যে দু‘আ পড়ে সলাত আরম্ভ করতে হয়
সুনানে আবু দাউদ : ৭৬৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৬৯
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، قَالَ لاَ بَأْسَ بِالدُّعَاءِ فِي الصَّلاَةِ فِي أَوَّلِهِ وَأَوْسَطِهِ وَفِي آخِرِهِ فِي الْفَرِيضَةِ وَغَيْرِهَا .
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ফারয ও নাফল যে কোন সলাতেই সলাতের প্রথমে, মাঝে বা শেষ দিকের যে কোন সময়ে দু‘আ পড়া যায়।