অনুচ্ছেদ-১২০
সলাতরত অবস্থায় বাম হাতের উপর ডান হাত রাখা
সুনানে আবু দাউদ : ৭৫৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৫৪
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، عَنِ الْعَلاَءِ بْنِ صَالِحٍ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، يَقُولُ صَفُّ الْقَدَمَيْنِ وَوَضْعُ الْيَدِ عَلَى الْيَدِ مِنَ السُّنَّةِ .
‘আবদুর রহমান হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইবনুয যুবায়ির (রাঃ)-কে বলতে শুনেছি, সলাতে দু’ পা সমান রাখা এবং এক হাতের উপর অপর হাত রাখা সুন্নাত। [৭৫৩]
[৭৫৩] এর সানাদে ‘আলা ইবনু সালিহ এবং যুর’আহ ইবনু ‘আবদুর রহমান রয়েছে। হাফিজ ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন, মাক্ববুল। ইবনু হাজারও তাকে উল্লেখ করেছেন ‘তাহযীবুত তাহযীব’ গ্রন্থে (৩/২৮১) এবং বলেছেন, আবূ দাউদ তার একটি মাত্র হাদীস বর্ণনা করেছেন। অতঃপর তিনি হাদীসটি উল্লেখ করেন।