অনুচ্ছেদ-১০২
মুসল্লী কিরূপ সুতরাহ স্থাপন করবে
সুনানে আবু দাউদ : ৬৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৬৮৬
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ آخِرَةُ الرَّحْلِ ذِرَاعٌ فَمَا فَوْقَهُ .
আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, হাওদার পশ্চৎভাগের কাষ্ঠ খণ্ড এক হাত বা তার চেয়ে কিছু বেশি (লম্বা) হয়ে থাকে।