অনুচ্ছেদ -১৭৩
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো
সুনানে আবু দাউদ : ৫২৪৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫২৪৪
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، بِهَذَا الْحَدِيثِ وَذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي وَسْطِهِ .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ যার (রাঃ) সূত্রে এ সানাদে পূর্বোক্ত হাদীস বর্ণিত। তাতে রয়েছেঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কথাবার্তার মাঝখানে এসবের উল্লেখ করেছেন। [৫২৪২]আমি এটি সহীহ এবং যঈফে পাইনি।
[৫২৪২] এটি গত হয়েছে, হা/১২৮৬ ।