অনুচ্ছেদ-১৬৯
একে অপরকে বলা, আল্লাহ আপনাকে হাসিমুখে রাখুন
সুনানে আবু দাউদ : ৫২৩৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫২৩৪
حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرَكِيُّ، وَسَمِعْتُهُ مِنْ أَبِي الْوَلِيدِ الطَّيَالِسِيِّ، وَأَنَا لِحَدِيثِ، عِيسَى أَضْبَطُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ، - يَعْنِي السُّلَمِيَّ - حَدَّثَنَا ابْنُ كِنَانَةَ بْنِ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ ضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ أَوْ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ . وَسَاقَ الْحَدِيثَ .
ইবনু কিনানাহ ইবনু ‘আব্বাস ইবনু মিরদাস (রহঃ) হতে তার পিতা ও তার দাদা হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাসলেন। তখন আবূ বাকর বা ‘উমার (রাঃ) তাঁকে বললেন, আল্লাহ আপনার মুখে হাঁসি ফুটিয়ে রাখুন। [৫২৩২]
[৫২৩২] ইবনু মাজাহ, আহমাদ, বায়হাক্বী । সানাদে ‘আবদুল্লাহ বিন কিননাহ রয়েছে । ইমাম বুখারী বলেন: তার হাদীস সহীহ নয় । আমি কাউকে তার দোষ-গুন বর্ণনা করতে দেখিনি । হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেন: তিনি মাজহুল (অজ্ঞাত) ।