অনুচ্ছেদ-১২২
দলপ্রীতি বা পক্ষপাতিত্ব
সুনানে আবু দাউদ : ৫১১৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫১১৭
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ .
‘আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি তার কওমের লোকদেরকে অন্যায়ভাবে সাহায্য করে, সে ঐ উটের মত, যেটিকে গর্তে পড়ার পর তার লেজ ধরে টানা হচ্ছে। [৫১১৫]সহীহ মাওকূফ ও মারফু।
[৫১১৫] তিরমিযী, ইবনু মাজাহ, আহমাদ।