অনুচ্ছেদ-৯২
রসিকতা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৫০০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫০০১
حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي . مِنْ صِغَرِ الْقُبَّةِ .
‘উসমান ইবনু আবুল আতিকাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁবুর পরিধি সংকীর্ণ হওয়ায় ‘আওফ (রাঃ) কৌতুক করে বলেছিলেন, আমার পুরো শরীরসহ প্রবেশ করবো? [৪৯৯৯]
[৪৯৯৯] বায়হাক্বী। মুনযিরী বলেন, সানাদের ‘উসমান বিন আবুল আতিকাহ সমালোচিত।