অনুচ্ছেদ-২৪
যেসব জায়গায় সলাত আদায় করা জায়িয নয়
সুনানে আবু দাউদ : ৪৯১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৯১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَزْهَرَ، وَابْنُ، لَهِيعَةَ عَنِ الْحَجَّاجِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِي صَالِحٍ الْغِفَارِيِّ، عَنْ عَلِيٍّ، بِمَعْنَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ قَالَ فَلَمَّا خَرَجَ . مَكَانَ فَلَمَّا بَرَزَ .
আবূ সালিহ আল-গিফারী (রহঃ) হতে বর্ণিতঃ
‘আলী (রাঃ) সূত্রে অনুরূপ সমার্থক হাদীস বর্ণনা করেছেন। তবে তাতে “ফালাম্মা বারাযা” এর স্থলে “ফালাম্মা খারাজা” উল্লেখ করা হয়েছে। [৪৯১]
[৪৯১] পূর্বের হাদীস দেখুন। এর দোষও সেটির ন্যায়।