অনুচ্ছেদ-১
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে আবু দাউদ : ৪৩৫৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৩৫৭
حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنِ الْقَاسِمِ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فَلَمْ يَنْزِلْ حَتَّى ضُرِبَ عُنُقُهُ وَمَا اسْتَتَابَهُ .
ক্বাসিম (রহঃ) হতে বর্ণিতঃ
ক্বাসিম (রহঃ) সূত্রে অনুরূপ ঘটনা বর্ণিত। তিনি বলেন, তাকে হত্যা না করা পর্যন্ত তিনি (মু‘আয) অবতরণ করেননি। আর তাকে ইসলামে ফিরে আসার আহবানও করা হয়নি। [৪৩৫৬]
[৪৩৫৬] এর পূর্বেরটি দেখুন