অনুচ্ছেদ-৭
সোনা দিয়ে দাঁত বাঁধানো
সুনানে আবু দাউদ : ৪২৩৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২৩৪
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ بْنِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَرْفَجَةَ، بِمَعْنَاهُ .
'আরফাজাহ ইবনু আস'আদ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
'আরফাজাহ ইবনু আস'আদ (রহঃ) হতে তার পিতার সূত্রে পূর্বোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণিত। [৪২৩৪]
[৪২৩৪] আবূ দাউদ এটি একক ভাবে বর্ননা করেছেন।