অনুচ্ছেদ–৮
পুরুষের জন্য জাফ্রানী রং ব্যবহার (নিষেধ)
সুনানে আবু দাউদ : ৪১৭৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪১৭৮
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ الأَسَدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَرْبٍ الأَسَدِيُّ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ جَدَّيْهِ، قَالاَ سَمِعْنَا أَبَا مُوسَى، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقْبَلُ اللَّهُ تَعَالَى صَلاَةَ رَجُلٍ فِي جَسَدِهِ شَىْءٌ مِنْ خَلُوقٍ " . قَالَ أَبُو دَاوُدَ جَدَّاهُ زَيْدٌ وَزِيَادٌ .
আর-রবী’ ইবনু আনাস (রহঃ) হতে তার দু’জন দাদা বা নানা হতে বর্ণিতঃ
তারা বলেন, আমরা আবূ মূসা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যার শরীরে সামান্য পরিমাণও জাফ্রান থাকে, আল্লাহ্ তার সলাত কবুল করেন না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, তার দুই দাদা বা নানার নাম হলো যায়িদ ও যিয়াদ। [৪১৭৮]
[৪১৭৮]আহমাদ। সানাদের আবু জা’ফার আর-রাযী হলো ঈসা ইবনু মাহান। হাফিয বলেনঃ যিয়াদ হলো আনাস ইবনু রবী’, তিনি মাজহুল। অনুরুপভবে যায়িদ মাজহুল।