অনুচ্ছেদ-৪৫
(দরজা-জানালায়) পর্দা ঝুলানো সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪১৫০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪১৫০
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الأَسَدِيُّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، بِهَذَا الْحَدِيثِ قَالَ وَكَانَ سِتْرًا مَوْشِيًّا .
ইবনু ফুদাইল (রহ) তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
এ হাদীস বর্ণনা করে বলেন, পর্দাটি ছিল ডোরাযুক্ত ও নকশা খচিত।