অনুচ্ছেদ-৫
আছরের সলাতের ওয়াক্ত
সুনানে আবু দাউদ : ৪১৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪১৫
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الأَوْزَاعِيَّ وَذَلِكَ أَنْ تَرَى، مَا عَلَى الأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ .
আবূ 'আমর আল-আওযাঈ (রহঃ) হতে বর্ণিতঃ
"আসরের সলাতে বিলম্ব করার অর্থ হচ্ছে, সূর্যের হলুদ রং জমিনে প্রতিভাত হতে দেখা (পর্যন্ত বিলম্ব করা)।[৪১৫]দুর্বল মাক্বতূ
[৪১৫]এর দোষ হচ্ছে, এর সানাদ মাক্বতূ