অনুচ্ছেদ-৪
যুহরের সলাতের ওয়াক্ত
সুনানে আবু দাউদ : ৪০৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০৩
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ بِلاَلاً، كَانَ يُؤَذِّنُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ .
জাবির ইবনু সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সূর্য (পশ্চিম আকাশে) ঢলে পেলে বিলাল (রাঃ) যুহরের সলাতের আযান দিতেন।হাসান সহীহঃ মুসলিম।