অনুচ্ছেদ-১০
যিনি সম্পদের এক–তৃতীয়াংশের কমে গোলাম আযাদ করেন
সুনানে আবু দাউদ : ৩৯৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৫৯
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ الْمُخْتَارِ - حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَلَمْ يَقُلْ فَقَالَ لَهُ قَوْلاً شَدِيدًا .
আবূ ক্বিবলাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ ক্বিবলাহ (রহঃ) সূত্রে সানাদসহ উপরোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণিত। তবে তিনি “তাকে কঠোর ভাষায় ধমকালেন” এ বাক্য উল্লেখ করেননি।