অনুচ্ছেদ-৪২
খেজুর সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৩৮৩০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৮৩০
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ يَزِيدَ الأَعْوَرِ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَذَ كِسْرَةً مِنْ خُبْزِ شَعِيرٍ فَوَضَعَ عَلَيْهَا تَمْرَةً وَقَالَ " هَذِهِ إِدَامُ هَذِهِ " .
ইউসুফ ইবনু ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি দেখলাম নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক টুকরা যবের রুটি নিয়ে তাতে একটি খেজুর রেখে বললেনঃ এই খেজুর এই রুটির তরকারী। [৩৮৩০]দূর্বলঃ মিশকাত (৪২২৩)।
[৩৮৩০] এটি গত হয়েছে, হা/৩২৫৯।