অনুচ্ছেদ-২৫
জাল্লালা ও তার দুধ পান নিষেধ
সুনানে আবু দাউদ : ৩৭৮৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৭৮৫
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জাল্লালার (যে প্রাণী নাপাক বস্তু খায়) গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন।