অনুচ্ছেদ-৪০
গুপ্তধন ও তার বিধান
সুনানে আবু দাউদ : ৩০৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩০৮৬
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ الرِّكَازُ الْكَنْزُ الْعَادِيُّ
আল-হাসান (রহঃ) হতে বর্ণিতঃ
রিকায অর্থ ইসলাম-পূর্ব যুগে ভূগর্ভে প্রোথিত সম্পদ।