অনুচ্ছেদ-৬৭
আশূরার সওম পালনের ফাযীলত
সুনানে আবু দাউদ : ২৪৪৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْلَمَةَ، عَنْ عَمِّهِ، أَنَّ أَسْلَمَ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " صُمْتُمْ يَوْمَكُمْ هَذَا " . قَالُوا لاَ . قَالَ " فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ وَاقْضُوهُ " . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي يَوْمَ عَاشُورَاءَ .
‘আব্দুর রহমান ইবনু মাসলামাহ (রহঃ) হতে তার চাচা হতে বর্ণিতঃ
একদা আসলাম গোত্রের লোকেরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট আগমন করলে তিনি বললেনঃ তোমরা কি তোমাদের এই দিনে সওম রেখেছো? তারা বললো, না। তিনি বললেনঃ দিনের বাকী অংশটুকু (পানাহার না করে) পূর্ণ করো এবং এদিনের সওম ক্বাযা করে নাও। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, অর্থাৎ আশূরার দিন। [২৪৪৭]
২৪৪৭ বায়হাক্বী। সানাদের ‘আব্দুর রহমান বিন মাসলামাহ মাক্ববূল। ইমাম বায়হাক্বী বলেনঃ তিনি অজ্ঞাত (মাজহুল)। তার পিতার নাম নিয়ে মতভেদ রয়েছে। ‘আব্দুল হাক্ব বলেনঃ সওম ক্বাযা করার এই হাদীস সহীহ নয়।