অনুচ্ছেদ-৫২
এ ব্যাপারে অনুমতি প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৪২৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪২৩
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ اللَّيْثَ، يُحَدِّثُ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ كَانَ إِذَا ذُكِرَ لَهُ أَنَّهُ نُهِيَ عَنْ صِيَامِ يَوْمِ السَّبْتِ يَقُولُ ابْنُ شِهَابٍ هَذَا حَدِيثٌ حِمْصِيٌّ .
ইবনু শিহাব (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
তার নিকট শুধু শনিবার সওম রাখা নিষেধ সম্পর্কিত হাদীস আলোচনা করা হলে তিনি বলেন, এটাতো হিমসী বর্ণিত হাদীস। [২৪২৩]
[২৪২৩] বায়হাক্বী।