অনুচ্ছেদ-৪৩
স্ত্রীদেরকে প্রহার করা
সুনানে আবু দাউদ : ২১৪৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১৪৭
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ الأَوْدِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمُسْلِيِّ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُسْأَلُ الرَّجُلُ فِيمَا ضَرَبَ امْرَأَتَهُ " .
‘উমার ইবনে খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি তার স্ত্রীকে (শালীন শিক্ষার উদ্দেশে) আঘাত করলে এজন্য সে দোষী হবে না। [২১৪৭]দুর্বলঃ যঈফ আল-জামিউস সাগীর (৬২১৮), যঈফ সুনান ইবনু মাজাহ (৪৩১), মিশকাত (৩২৬৮)।
[২১৪৭] ইবনু মাজাহ্, আহমাদ, বায়হাক্বী। সানাদের দাউদ বিন আব্দুল্লাহ্কে হাফিয আত্-তাক্বরীব গ্রন্থে বলেন, মাক্ববূল। এছাড়া সানাদের মুসলী সম্পর্কে ইমামা যাহাবী বলেন, তাকে চেনা যায়নি।