অনুচ্ছেদ–৬৩
আরাফাহ্ ময়দানে খুত্ববাহ
সুনানে আবু দাউদ : ১৯১৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯১৮
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ أَبُو عَمْرٍو، عَنِ الْعَدَّاءِ، بِمَعْنَاهُ .
আবূ ‘আমর ‘আবদুল মাজীদ (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি আল-আদ্দাআ ইবনু খালিদ (রাঃ) হতে এই সানাদে পূর্বোক্ত হাদীসটির ভাবার্থে বর্ণনা করেছেন।[১৯১৮]আমি এটি সহীহ এবং যঈফে পাইনি।
[১৯১৮] আহমাদ।