অনুচ্ছেদ–৫৮
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিদায় হাজ্জের বিবরণ
সুনানে আবু দাউদ : ১৯০৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯০৮
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ جَعْفَرٍ، بِإِسْنَادِهِ زَادَ " فَانْحَرُوا فِي رِحَالِكُمْ " .
জা‘ফর (রহঃ) হতে একই সানাদ হতে বর্ণিতঃ
এতে আরো আছে সুতরাং : তোমরা নিজ নিজ অবস্থান স্থলে কুরবানী করো।