অনুচ্ছেদ- ৬৪
লজ্জাস্থানে পানি ছিটানো
সুনানে আবু দাউদ : ১৬৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৭
সাক্বীফ গোত্রের এক ব্যক্তি হতে তাঁর পিতা হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পেশাব করে আপন লজ্জাস্থানে পানির ছিটা দিতে দেখেছি।