অনুচ্ছেদ-৩৫৭
কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে
সুনানে আবু দাউদ : ১৪৭৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৭৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ الزُّهْرِيُّ إِنَّمَا هَذِهِ الأَحْرُفُ فِي الأَمْرِ الْوَاحِدِ لَيْسَ تَخْتَلِفُ فِي حَلاَلٍ وَلاَ حَرَامٍ .
মা‘মার (রঃ) হতে বর্ণিতঃ
ইমাম যুহরী (রঃ) বলেছেন, উল্লেখিত বর্ণের পার্থক্য এক একটি বর্ণে সীমিত (অর্থাৎ তা কেবল অক্ষরিক পার্থক্য), এখানে হালাল-হারাম সম্পর্কে কোন বিভেদ নেই। সহীহ মাক্বতূ‘: মুসলিম।