অনুচ্ছেদ- ২৭৪
দু' ওয়াক্তের সলাত একত্র করা
সুনানে আবু দাউদ : ১২১৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২১৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِشَامٍ، جَارُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، قَالَ بَيْنَهُمَا عَشْرَةُ أَمْيَالٍ يَعْنِي بَيْنَ مَكَّةَ وَسَرِفَ .
হিশাম ইবনু সা’দ (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি বলেন, মাক্কাহ ও সারিফ এর মধ্যকার দশ মাইলের ব্যবধান। [১২১৯]
[১২১৯] আবু দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদ মাক্বতূ’ ।