অনুচ্ছেদ-২৫৭
বৃষ্টির দিনে লোকদের নিয়ে ঈদের সালাত মাসজিদে আদায় করা
সুনানে আবু দাউদ : ১১৬০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৬০
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، ح وَحَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا رَجُلٌ، مِنَ الْفَرْوِيِّينَ - وَسَمَّاهُ الرَّبِيعُ فِي حَدِيثِهِ عِيسَى بْنَ عَبْدِ الأَعْلَى بْنِ أَبِي فَرْوَةَ - سَمِعَ أَبَا يَحْيَى عُبَيْدَ اللَّهِ التَّيْمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা ঈদের দিন বৃষ্টি হলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সহাবীদেরকে নিয়ে ঈদের সালাত মাসজিদে আদায় করেন। [১১৬০]
[১১৬০]- ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত ক্বায়িম, অনুঃ বৃষ্টি হলে মাসজিদে ঈদের সালাত আদায় করা, হাঃ ১৩১৩) ঈসা ইবনু ‘আবদুল আ’রা হতে। এর সানাদ দুর্বল। সানাদে ঈসা ইবনু ‘আবদুল আ’লা ইবনু আবূ ফারওয়াতাহ সম্পর্কে হাফিয আত-তাক্বরীব’ গ্রন্থে বলেনঃ মাজহুল। অনুরূপ তার শায়খ ‘উবাইদুল্লাহ আত- তায়মীও মাজহুল।