অনুচ্ছেদ-২১৩
বৃষ্টির দিনে জুমু’আর সালাত আদায় সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১০৫৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৫৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ صَاحِبٍ، لَهُ عَنْ أَبِي مَلِيحٍ، أَنَّ ذَلِكَ، كَانَ يَوْمَ جُمُعَةٍ .
আবূ মালীহ (রহঃ) হতে বর্ণিতঃ
সেই (হুনাইনের) দিনটি ছিলো জুমু’আহর দিন।