পরিচ্ছেদ ৯৮:
নেকীর আশায় পরিবারবর্গের জন্য ব্যয় করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৯৮
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৯৮
আবূ মাসউদ বাদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ মাসউদ বাদরী (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “মুসলিম নেকীর আশায় যা কিছু তার পরিবারবর্গের জন্য ব্যয় করে’ তা সবই তার জন্য সাদক্বায় পরিণত হয়।” (মুসলিম ২৩২২)