ঘুমের সুন্নত
পরিচ্ছেদ ১:
ওজু অবস্থায় শোয়া
১০০ সুসাব্যস্ত হাদিস : ০১
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ০১
বারা ইবনে আ’যেব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বারা ইবনে আ’যেব (রাঃ)-কে বলেন, “যখন তুমি তোমার শয্যা গ্রহনের ইচ্ছা করবে, তখন নামাযের ন্যায় ওজু করে ডান কাত হয়ে শয়ন করবে।’’ (বুখারী ৬৩১১, মুসলিম ৬৮৮২)
পরিচ্ছেদ ২: