পরিচ্ছেদ ৮২:
মানুষ তার ভাইকে জানিয়ে দেবে যে, সে তাকে ভালবাসে
১০০ সুসাব্যস্ত হাদিস : ৮২
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৮২
মিক্বদাদ ইবনে মা’দী কারিবা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) বলেছেন, “যদি তোমাদের কেউ তার কোন ভাইকে ভালবাসে, তাহলে সে যেন তাকে তার ভালবাসার কথা জানিয়ে দেয়।” (আহমদ ১৬৩০৩)হাদিসের মান নির্ণীত নয়।