পরিচ্ছেদ ৭৩:
বেশী বেশী সালাম প্রচার করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৭৩
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৭৩
বারা ইবনে ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে সাতটি জিনিস করতে নির্দেশ দিয়েছেন এবং সাতটি জিনিস থেকে বিরত থাকতে বলেছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন রোগীদের দেখতে যাওয়ার--- এবং সালামের ব্যাপক প্রচলন করার। (বুখারী ৫১৭৫, মুসলিম ২০৬৬)