পরিচ্ছেদ ৬৮:
মজলিসে আল্লাহ্র যিক্র করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৬৮
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৬৮
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “লোকেরা যখন এমন কোন মজলিসে বসে যেখানে তারা না আল্লাহ্র যিক্র করে, আর না তাদের নবীর প্রতি দরূদ পাঠ করে, তখন এই মজলিস তাদের অনুতাপের কারণ হয়। এখন আল্লাহ্ চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন আবার ক্ষমা করেও দিতে পারেন।” (তিরমিযী ৩৩৮০)