পরিচ্ছেদ ৫:
নিদ্রা থেকে জাগ্রত হলে এ ব্যাপারে প্রমানিত দু’আটি পড়াঃ
১০০ সুসাব্যস্ত হাদিস : ০৫
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ০৫
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“আলহামদুলিল্লা হিল্লাযী আহইয়ানা বা’দামা-আমাতানা ওয়া ইলাই-হিন্নুশূর” অর্থাৎ, সেই আল্লাহ্র সমস্ত প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করলেন। আর তাঁরই নিকটে প্রত্যাবর্তন করতে হবে। (হাদীসটি ইমাম বুখারী হুযায়ফা ইবনে ইয়ামান (রাঃ) থেকে বর্ণনা করেছেন।