পরিচ্ছেদ:
জুতো পরিধানে ডান পা দিয়ে শুরু করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৪৯
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৪৯
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ যখন জুতো পরবে, তখন সে যেন ডান পা দিয়ে শুরু করে এবং যখন জুতো খুলবে, তখন যেন বাঁ পা থেকে আরম্ভ করে। আর জুতো পরলে দু’টোই পড়বে, খুলে রাখলে দু’টোই খুলে রাখবে।” (বুখারী ৫৮৫৫, মুসলিম ২০৯৭)