পরিচ্ছেদ ৪১:
আরাফার দিন রোযা রাখা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৪২
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৪২
আবূ ক্বাতাদাহহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আরাফার দিনের রোযা রাখলে আল্লাহ্র নিকট আশা রাখি যে তিনি বিগত এক বছরের ও আগামী এক বছরের গোনাহ মাফ করে দেবেন।” (মুসলিম ১১৬২)