পরিচ্ছেদ ৩০:
জুমআ’র দিনে গোসল করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৩০
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৩০
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ যখন জুমআ’র জন্য আসে, তখন সে যেন গোসল করে আসে।” (বুখারী ৮৭৭, মুসলিম ৮৪৬)