পরিচ্ছেদ ২৬:
ক্বুবার মসজিদে নামায পড়া
১০০ সুসাব্যস্ত হাদিস : ২৬
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ২৬
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাহনে চড়ে ও পায়ে হেঁটে ক্বুবার মসজিদে এসে দু’রাকআ’ত নামায পড়েছেন। (বুখারী ১১৯৪, মুসলিম ১৩৯৯)